শ্রীনগরে উপজেলার হাসারা ইউনিয়নে কেয়টখালী গ্রামের মৃত আব্দুল আলীম খানের ছেলে আলী আকবর (৪৫) কে অাভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
গেল মঙ্গলবার বিকেলে ঢাকা কদমতলী ক্যামব্রিয়ান স্কুলের সামনে থেকে গ্রেফতার করে। শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। আলী আকবর দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গত কাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।