মুন্সীগঞ্জের শ্রীনগরে পূজার ফুল তোলাকে কেন্দ্র করে গঙ্গা মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধাকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার শ্রীনগর ইউনিয়ন পশ্চিম হরপাড়া গ্রামের হরপাড়া হড়িসভা মন্দিরের পাশের বাড়িতে।
ভুক্তভোগী গঙ্গা মন্ডল বলেন, ঘটনার দিন আমি হড়িসভার গাছ থেকে ফুল তুলতে গেলে বিষ্ণু সরকারের মা আমাকে অকথ্য ভাবে গালি গেলাজ করেন। আমি তাদের বাড়ীতে গিয়ে তার ছেলের বৌয়ের কাছ গিয়ে বিচার দিয়ে আসি। আসর পথে তার ছেলে বৃষ্ণ সরকার (৩৩), আনন্দ সরকার(২৫) আমর দিক দ্রুত ছুটে আসছে। আমি দেখে দারায় কিছু বোঝার আগেই আমাকে মারধর শুরু করে। আমি দৌড় দিয়ে বাড়ীতে ছুটে আসি তারাও নাড়ীতে এসে আবারও মারে। আমার ঘরের আলমারি খুলে ৪০ হাজার টাকা নিয়ে চলে যায়। এব্যাপারে থানায় একটি অভিযোগ করেছি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।