1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে কার চালকের রহস্যজনক মৃত্যু,গোপনে সমঝোতার চেষ্টা,১৬ দিনেও মামলা হয়নি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাইবার ইউজার দলের উদ্যেগে বনানী ও গুলশানে ৩১ দফা প্রচার এবং গুজব সন্ত্রাস প্রতিরোধে লিফলেট বিতরণ ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

সাভারে কার চালকের রহস্যজনক মৃত্যু,গোপনে সমঝোতার চেষ্টা,১৬ দিনেও মামলা হয়নি

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২০৬ বার

সাভার উপজেলার বিরুলিয়ায় ঈদের দিন রাতে গোবিন্দ চন্দ্র সুত্রধর(২০) নামের এক প্রাইভেটকার চালকের রহস্যজনক মৃত্যু। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বিষয়টি সড়ক দূর্ঘটনা হিসেবে বলা হলেও গত ১৬ দিনেও মামলা নেয়নি পুলিশ। তবে দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ঘটনাস্থলে পড়ে থাকে দীর্ঘ ১৪ দিন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,নিহত গোবিন্দ চন্দ্র সুত্রধরের গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়।

সে বাবা-মায়ের সাথে আশুলিয়ার কুমকুমারি এলাকার বাবুল মৃধার বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী খাগান এলাকার এ্যাপালে ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস)এর কারখানার এজিএম জাহাঙ্গীর আলম মোহনের গাড়ি চালাতো।

অভিযোগ উঠেছে প্রাইভেটকার চালক গোবিন্দ চন্দ্র সুত্রধর ঈদের রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউনের ভিতরে থেমে থাকা কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মদ্যপানরত অবস্থায় থাকা মোটরসাইকেলের চালক ও সহযোগীরা মিলে গোবিন্দকে পিটিয়ে হত্যা করে।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখাযায় একটি পাকা রাস্তার শেষ প্রান্তে মাঠের মধ্যে রাস্তা থেকে অনেক দুরে একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অনেকেই বলেন শুনেছি সড়ক দূর্ঘনায় এখানে একটি ছেলে মারা গেছে। কিন্তু বাস্তব চিত্র দেখে কেউই ঘটনাটিকে সড়ক দূর্ঘটনা হিসেবে মানতে নারাজ।

বিষয়টি জানতে কয়েকদিন গোবিন্দ চন্দ্র সুত্রধরের বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অন্য লোকের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের সদস্যরা ভয়ে মুখ খুলেনি। তবে নিহতের স্বজনরা দাবি করেন গোবিন্দকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক ন্যায় বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে নিহতের বড় ভাই আনন্দ চন্দ্র সুত্রধর বলেন, ঘটনার পরে আমরা থানায় মামলা দায়ের করতে যাই। কিন্তু পুলিশ বলেছে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মামলা নেয়া যাবেনা।
তবে এরই মাঝে থানা পুলিশ আশুলিয়া মডেল টাউনের নিরাপত্তাকর্মী, মোটরসাইকেল চালকসহ স্থানীয় অনেককেই থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগ উঠেছে যারা গোবিন্দকে হত্যা করেছে তাদের স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে নিহতের পরিবারকে চাপ দিয়ে এবং ভূল বুঝিয়ে মামলা করতে দিচ্ছেনা। বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে ভুক্তভোগীর পরিবারকে কিছু নগদ টাকা আদায় করে দেয়ারও আশ্বাস দিয়েছে তারা।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়,বিরুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলীমের ছেলে মোঃ সোহান বন্ধুদের নিয়ে ঈদের দিন রাতে আশুলিয়া মডেল টাউনের পিছনের দিকে রাস্তায় পাঁচটি মোটরসাইকেল দাড় করে রেখে আড্ডা দিচ্ছিলো। সেখান দিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার চালক গোবিন্দ মোটরসাইকেলগুলো ধাক্কা দেয়। এঘটনায় প্রাইভেটকার চালক গোবিন্দ মারা গেলেও কিছুই হয়নি মোটরসাইকেল চালকদের।
ইউপি সদস্য আব্দুল আলীমের ছেলেকে বাঁচাতে সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিরুল হাসান কামাল, আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনসহ এলাকার মাদবরদেরকে নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

মীমাংসার বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিরুল হাসান কামাল বলেন, তারা যদি মিলে যায় আপনার কি? আপনার সমস্যা কোথায়। থানায় যান, আমাকে ফোন করছেন কেন? গত ২১ তারিখের ঘটনা, পুলিশ কি করে? মামলা নেয় না কেন?
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিহতের পরিবার কাদের সাথে বসে মীমাংশা করবে সেটি তাদের বিষয় বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম