ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রাম থেকে সুলতান মন্ডল নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুলতান মন্ডল ওই গ্রামের মৃত কাজল মন্ডলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শিতলী গ্রামের সুলতান মন্ডল নিজ বাড়িতে মাদক মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় রান্নাঘরে মাটিতে পুতে রাখা অবস্থায় ২ টি পিতলের কলসীর ভিতর রাখা ২ কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সুলতান মন্ডলকে। এ ঘটনায় হরিণাকুন্ডু থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।