চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন কাটাখালী কুল ঐতিহ্যের সংগঠন “নজরুল সংঘ” কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) গুমানমর্দ্দন ইউনিয়ন সত্তরে জাহেদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও মোকাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলো, সভাপতি গাজী জাহেদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজিম উদ্দীন মানিক,সহ-সভাপতি সৈয়দ আবদুল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকাম্মেল হক, যুগ্ন সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাহেদ হোসেন, অর্থ সম্পাদক সজীব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল আল মামুন, দপ্তর সম্পাদক শাহরিয়ার আনোয়ার ইশমাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৌলত আকবর আজাদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ আবু মোহাম্মদ ফোরহান।
নজরুল সংঘের সাবেক আহবায়ক সাহেদুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজনীতিবিদ এডভোকেট সিরাজদ্দৌলা চৌধুরী,চট্টগ্রাম জেলা সমাজসেবা অফিসার শহীদুল ইসলাম,রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বিধান বড়ুয়া,নজরুল সংঘের সাবেক সভাপতি এবং গুমানমর্দন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম সরওয়ার্দি,সাবেক সভাপতি ও গুমানমর্দন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকান, সংগঠনের যুগ্ন আহবায়ক সুপাল বড়ুয়া,যুগ্ন সম্পাদক মোকাম্মেল হক,যুগ্ন আহবায়ক আবদুল করিম সহ সদস্যগণ প্রমুখ।
সভায় বক্তরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।