1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ত্রাণ বিতরণে চট্টগ্রাম জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ত্রাণ বিতরণে চট্টগ্রাম জেলা প্রশাসক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার

চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আজ।

শেখ হাসিনার অঙ্গিকার, আশ্রয়ণ সকলের অধিকার’ স্লোগানে সারাদেশের ন্যায় হাটহাজারীতেও গৃহহীনরা পেয়েছেন এই ঘর।

এশিয়া খ্যাত হালদা নদীর তীর ঘেঁষে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের পেশকারহাট বাজারের নিকটেই গৃহহীনদের জন্য নির্মিত এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় এসব নির্মিত হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে ২৬ গৃহহীনের।

আজ রবিবার (১ আগস্ট) ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, এনডিসি মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, রাজিব হোসেন ও আশরাফুল আলম।

জেলা প্রশাসক প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর সাথে কথা বলেন, খোজ খবর নেন এবং কোনো অসুবিধে আছে কি-না’ জানতে চান। জবাবে তারা কোনো অসুবিধে নেই জানিয়ে বলেন-‘ছোটোখাটো কোনো প্রয়োজন থাকলে তা ইউপি চেয়ারম্যান মুজিব স্যার দেখতেছেন’।

একটি ঠিকানা করে দেয়ার জন্যে বসবাসকারীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেন এসব ঘর করে দেয়ার জন্য।

পরে তৎসংলগ্ন পুকুর পাড়ে একটি ফলজ বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক মমিনুর রহমান।
প্রধানমন্ত্রীর পক্ষে এই ত্রাণ সহায়তা বিতরণকালে আজ ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান।

ছিলেন- জেলা ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাগণ, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম