জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী চট্টগ্রামের হাটহাজারীতে বর্নাঢ্যভাবে পালিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে সকালে উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) তৌহিদুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক এবং শামিমা আফরিন মুক্তা সহ সিনিয়র অফিসার গণ।
ইউএনও শাহিদুল আলম তার আলোচনায় বলেন- ‘বঙ্গবন্ধুর সহযাত্রী হিসেবে আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন বঙ্গমাতা।
গণ-অভ্যূত্থান, ৬৬’র ৬দফা আন্দোলন সংগ্রামে পর্দার আড়ালে থেকে সাহস ও
প্রেরণা যুগিয়েছেন। ভেঙ্গে পড়তে দেননি বঙ্গবন্ধুকে।’
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সবাই। পরে অসহায় মহিলাদের স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে সেলাই মেশিন এবং নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকীতে আয়োজন করেছে খতমে কুরআন ও দোয়া মাহফিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সভা সোহরাব হোসেন চৌধুরী নোমানের পরিচালনায় এতে বঙ্গমাতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন- প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং আলোচকগণ। এতে উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ নেন।
হাটহাজারী মডেল থানা সম্মুখস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত খতমে কুরআন আদায় শেষে বঙ্গবন্ধু পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ও জাতির কল্যান
কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।