বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির বগুড়া কাহালু উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা, সাবেক মেয়র, আওয়ামীলীগ কাহালু উপজেলার সভাপতি আলহাজ্ব হেলালউদ্দিন কবিরাজ উপর গত ১২ আগস্ট কাহালু হাসপাতালের কাছে উন্নয়ণ কাজের তদারকি দেখাশুনা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন।
শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তার উপর সন্ত্রাসী হামলার নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
তারা এই কাপুরুষী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন।
এছাড়াও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির বগুরা জেলা ও কাহালু উপজেলা নেতৃবৃন্দ।