বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগ আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ আয়োজন করা হয়েছে। রাবিবার সন্ধ্যা ৭ টা সময় বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এই শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জুয়েল ও বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রচার সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন খান ম্যাগনেটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়জন করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন বাঘড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শাহ আলম সিকদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তি দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কালাম মোড়ল, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন ভূইঁয়া, সিনিয়র সহ-সভাপতি শেখ মোরশেদসহ আরোও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাজিব খাঁন(বাবু), রুবেল মৃধা, শেখ সুমন আহমেদ,ছাত্রলীগ নেতা সবুজ আহমেদ,রিফাত সিকদার,শাকিল আহমেদ প্রমুখ