1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমেরিকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’ মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী

আমেরিকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম মুকুল লন্ডন থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ বার

সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলনে সিনিয়র সাংবাদিক ফরিদ আলমের ওপর হামলার প্রতিবাদে মানবাধিকার সংগঠন “ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল(ইআরআই)” এর উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক মানব বন্ধনের আয়োজন করা হয়।ইআরআই এর সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মোর্শেদ আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস এর সভাপতি জাকের আহমদ চৌধুরী, লন্ডন মহানগর যুবদলের সহ সভাপতি বাবুল আহমেদ ও সিলেট মহানগরীর সাবেক ছাত্রশিবির নেতা মো: সুয়াইবুর রাহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল বলেন, বাংলাদেশে বর্তমানে বাক স্বাধীনতা নেই।লেখার স্বাধীনতা ও মানবাধিকার নেই।কেউ সরকারের সমালোচনা করলে তার ওপর হামলা করা হয়।ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন চালানো হয়।কখনও বা গুম-খুন করে ভিন্নমত দমন করা হয়।এক সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাহসী সাংবাদিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রক্তাক্ত করেছিল, সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে শারীরিকভাবে হেনস্থা করেছিল।পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে গুম করে নির্যাতন করা হয়েছিল।তাদেরকে দীর্ঘ দিন জেলে রাখা হয়েছিল।সাংবাদিক নেতা রহুল আমিন গাজীসহ অনেক সাংবাদিক বর্তমানে জেলে আছেন।এখন বিদেশেও সাংবাদিক ও ভিন্নমতের লোকজন নিরাপদ নয়।সিনিয়র সাংবাদিক ফরিদ আলমের উপর হামলা সভ্য সমাজে কখনও ভাবাই যায় না।জনগণের টাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশাল গাড়ীবহর নিয়ে জাতিসংঘে গিয়ে গাছ লাগিয়ে, বেঞ্চ উদ্বোধন করে কি অর্জন করেছেন! ফরিদ আলম এ রকম যৌক্তিক প্রশ্ন করায় আমেরিকায় সংবাদ সম্মেলন স্থলে আওয়ামীলীগ কর্তৃক তার ওপর আক্রমণ করা হয়।তার জামাকাপড় ছিড়ে ফেলে হেনস্থা করা হয়।আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।সেই সাথে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে কারাবন্দী সকল সাংবাদিকদের মুক্তি দেয়ার আহবান জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস’র সভাপতি জাকের আহমদ চৌধুরী বলেন, দেশে সাহসী সাংবাদিকতার কোন স্হান নেই, মানুষের স্বাধীনভাবে কথা বলার কোন সুযোগ নেই, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোন বিচার হয়নি।এখন বিদেশেও গঠনমূলক সমালোচনাকারি সাংবাদিকদের গলা টিপে ধরেছে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা।তিনি আমেরিকায় সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভাপতির বক্তব্যে জুবায়ের আহমেদ বলেন, সিনিয়র সাংবাদিক ফরিদ আলম এর ওপর হামলায় সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধু, এই হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা।দেশে স্বাধীন সাংবাদিকতার পথ আজ বন্ধ।প্রতিবছরই বিশ্বের মুক্ত গনমাধ্যম সূচকে বাংলাদেশ পেছনে দিকে হাটছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস এর ২০২১ সালের প্রতিবেদনেও ইন্টারনেটের মানে ও বাকস্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান একদম তলানিতে।তিনি এ অবস্থার পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইআরআই’র সহ সভাপতি আল আমিন, আজিজুর রহমান, অফিস সম্পাদক মোঃ আবু জাফর আব্দুল্যাহ, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ জাকারিয়া, জাতীয় ঐক্যফন্ট ইউকে এর অফিস বিএমএম তামজীদ, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস’র সেক্রেটারি সাহান বিন নিজাম, ইআরআই’র অফিস সম্পাদক মোহাম্মদ মাসুদুল হাসান, সহ সম্পাদক ওমর ফারুক, লন্ডন মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সাবেক শিবির নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ আবু তাহের, সাইফুর রহমান রাজু, ইআরআই’এর সদস্য নন্দন কুমার দে, সেচ্চাসেবক দলের সৈয়দ তারেক রশিদ, ছাত্রদল নেতা চৌধুরী তাকি তাজওয়ার, মোঃ আনোয়ারুল আমিন, বিএনপি কর্মী হুমায়ুন আহমেদ, মোঃ রাকিব, সাবেক ছাত্রদল নেতা মোঃ আলী উজ্জল, ফয়সল আহমেদ, যুবদল নেতা রাকিব আহমেদ, মানবাধিকার কর্মী মাহফুজ আহমদ চৌধরী, মো: নুরুল হুদা, মোঃ এমদাদুল হক, মাসুক এলাহী, মোঃ ফারুক হোসাইন, রুবি আক্তার, তারেক হাসান, অলি আহমেদ, আশফাক আহমেদ জবলু, মো: ফাহাদুজ্জামান, মোঃ ফান্টু, মোঃ এমদাদুল হক, বুরহান উদ্দীন মোঃ রুকতা হাসান, মোহাম্মদ আলীম উদ্দীন, মোঃ আব্দুস শহিদ, জুবের আহমেদ, মাঈনুল ইসলাম, সেবুল আহমেদ, শেরওয়ান আলীও এমরান আহমেদ নাঈম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম