আশুলিয়ার নরশিংহপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত আহত-১ অক্ষত ভ্যান চালক ।
শুক্রবার (১০সেপ্টেম্বর) সকাল ৮ ঘটি কার সময় কাভার ভ্যানের ধাক্কায় নিহত শহিদুল ইসলাম ভাদাইল পবনার টেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আর একজনের নাম পরিচয় অজ্ঞাত। একজন কে নারী শিশুতে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।