বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেছেন কৃষি ও কৃষকের কথা চিন্তা করে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহন করেছেন। কৃষিকে যান্ত্রিকীকরন ও বাণিজিকীকরনের জন্য বিভিন্ন প্রকল্পে ভর্তুকি দেওয়া হচ্ছে, করোনামহারীতে প্রণোদনাও দেওয়া হয়েছে। তিনি বলেন দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। সরকারের এসডিজি অর্জনে কৃষক কৃষি অবদান রাখছে। আগামীতে গবেষনালব্ধ কৃষিযন্ত্র তৈরী এবং উদ্ভাবনের মধ্য দিয়ে বৈপ্লবিক পরিতন আসবে কৃষি জগতে।
কৃষি গবেষনা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দিনাজপুরের ১৩ মাইল গড়েয়া হাবিপ্রবির গবেষক দলের উদ্ভাবিত মাল্টি ক্রোপস ড্রায়ার মেশিন পরিদর্শনকালে বিএআরসির চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় কেজিএফএর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড, মোঃ শহীদুর রশীদ ভুইয়া,বিআরআরআইএর মহাপরিচালক ড, শাহজাহান কবীর,বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, বিএআরআই মহাপরিচালক ড, নাজিরুল ইসলাম,কান্ট্রি রিপ্রেজেনটিভ অব ইরি বাংলাদেশ ড, হুমনাথ ভান্ডারী ,এসিআই সিইও ড,এ এইচ আনসারী ,হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড, কামরুজ্জামান ,প্রাণী সম্পদ বিভাগের পরিচালক ড, মনজুর মোহাম্মদ শাহজাদা। ঢাকা শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড, মোঃ শহীদুর রশীদ ভুইয়া বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুট্টা,গম,ধান শুস্ককরন ড্রাইয়ার মেশিন বাণিজ্যিকভাবে লাভজনক হবে। গবেষকদেও তথ্য মতে এটি জ¦ালানী শ্রায়য়ী ও পরিবেশ বান্ধব।
উল্লেখ্য হাবিপ্রবির ফুড ইজিœনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড,সাজ্জাত হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের গবেষক দল ভুট্টা,গম,ধান শুস্ককরন ড্রাইয়ার মেশিন আবিস্কার করেন। মেশিনটি ১৩ মাইল গড়েয়া বাজারে ব্যক্তিগত উদ্যোগে আজমাইন এগ্রো ইহুাণ্ট্রিজ এর সত্বাধীকারী এম আলিম আল রাজি ৫০ লাখ টাকা ব্যয়ে বসিয়েছেন। ধান,গম ,ভুট্টা দ্রুত শুকানো এবং প্রক্রিয়াজাতকরন মেশিন আবিস্কার করেছেন বাংলাদেশী গবেষকরা। সম্পুর্ন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরীকৃত ড্রাইয়িং মেশিনটি দিয়ে স্বল্প সময়ে ,কম খরচে ফসল শুকানো সম্ভব। বর্ষা মৌসুমে বোরো ধান বা ভুট্টা নিয়ে আর কৃষকদের দুচিন্তায় থাকতে হবেনা।এটিই দেশের প্রথম কৃত্রিম পদ্বতিতে শষ্য শুকানো মেশিন দাবী গবেষকদের। পরিদর্শন শেষে কেজিএফএর প্রতিনিধি দলের সদস্যরা হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স রুমে গবেষক ও প্রকল্পের কর্মকতাদের সঙ্গে মতবিনিময করেন। এসময় হাবিপ্রবির ভিসি প্রফেসর ড, কামরুজ্জামান তাদের সহযোগিতা করেন। ১দিনের সফর শেষে কেজিএফএর প্রতিনিধি দলের সদস্যরা আজ ঢাকা ফিরে যান।