1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গৃহকর্মীকে ধর্ষণ করলেন স্বামী, স্ত্রী কাটলেন চুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

গৃহকর্মীকে ধর্ষণ করলেন স্বামী, স্ত্রী কাটলেন চুল

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নির্যাতন ও চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক গৃহকর্মী। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, কাজ করার সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির মালিক। এরপর মালিকের স্ত্রী এসে দেখে ফেলায় তাকে আটকে রেখে বেধরক পেটানো হয়। এমনকি পুলিশের কাছে অভিযোগ করে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোন আইনি সহায়তা পাননি বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগীর শরীরে জখমের চিহ্ন ও মাথা ন্যাড়া করে দেওয়া অবস্থায় গনমার্ধ্যম কর্মীরা দেখতে পায়।
এর আগে মঙ্গলবার আশুলিয়ার গাজীরচট এলাকার সোনিয়া মার্কেটের মালিকের বাড়িতে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত দেলোয়ার হোসেন ও তার স্ত্রী লিপি বেগম আশুলিয়ার গাজীরচট সোনিয়া মার্কেট এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী বলেন, গত পরশুদিন দুপুরে গাজীরচট সোনিয়া মার্কেটের মালিক দেলোযার হোসেন ও তার স্ত্রী তাদের বাড়িতে কাজ করার জন্য তাকে ডেকে নিয়ে যায়। বাড়ির ফ্লোর মোছার সময় বাড়ির মালিক দেলোয়ার ছাড়া তখন কেউ ছিলো না। ওই সময় দেলোয়ার তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। হঠাৎ সেখানে বাড়ির মালিকের স্ত্রী পৌছে উল্টো তাকে চর-থাপ্পর মারতে থাকেন৷ তার কোন কথাই শোনেনি মালিকের স্ত্রী লিপি। পরে লিপি ও তার দেবড়ের স্ত্রী তাকে ওড়না দিয়ে বেঁধে ফেলে। দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আটকে রেখে লাঠি দিয়ে তাকে বেধরক পিটিয়ে জখম করে। প্রথমে কেঁচি দিয়ে মাথার চুল কাটে। পরে ব্লেড দিয়ে নাইড়া কইরা দেয়। এরপর বাড়ির মালিকদেরই এক স্বজন তাকে উদ্ধার করে রিকশাযোগে বাড়িতে পাঠায়৷ এসময় তিনি ২৫০০ টাকা চিকিৎসার জন্য দিলে তাও কেড়ে নেন বাড়ির মালিকের স্ত্রী লিপি। ওই দিন রাতে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক না করেই চলে আসে। পরদিন গতকাল সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘পরশুদিন আমার বউক ওরা কামের কতা কয়্যা ডাকি নিয়া গেছে। তখন বাড়িয়ালি বাড়িত আছিলো নাম ওইসোম আমার বউ মাজিয়া মুছপার (পরিষ্কার) সোম বাড়ির মালিক দেলোয়ার জোর কইরা আকাম (ধর্ষণচেষ্টা) করবার গেছিল। পরে বাড়িআলার বউ আইসা দেইখা আমার বউক বান্দিয়া মারছে। সন্ধ্যা ৭টার দিকে রিকশাত কইরা বাসাত পাঠাইছে।’

তিনি আরও বলেন, ‘পরশুদিন থানাত গেছিলাম। পরে আইতে (রাত) পুলিশ ওই বাড়িত গিয়া বলে কাউরে পায় নাই। গতকাইলকা বেলা ১টার দিকে আবার পুলিশ দেলোয়ারের বাড়ীতে গেছিলো। আমরাও আছিলাম। পরে দারোগা কয়, দাড়া দেলোয়ার ভাইয়ের কাছে ট্যাকাপয়সা নিয়া দেই তোরা জাগা। ১৫ হাজার ট্যাকার চিকিৎসার জন্য দিবার চাইছে পরে ৮ হাজার ট্যাকা দিয়া দারোগা আমাগো ঘর থাইকা বাইর কইরা দিছে। তখন দারোগা আর দেলোয়ার ঘরের মধ্যে আছিলো। এক ঘন্টার মতো থাইকা চইলা গেছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন আছে। যে গুলো মারধরের। রোগীকে চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীরচট সোনিয়া মার্কেট এলাকায় মালিক দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে গেট তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

তবে মুঠোফোনে দেলোয়ার হোসেন বলেন, ‘পরশুদিন এক মহিলা কাজ করতে আইছিলো। আমি তখন নিচে ছিলাম। কিন্তু আমার বউ আমারে খুব সন্দেহ করে। ওই কামের মহিলারে অযথাই বাইন্দা মারধর করছে। পরে গতকাল দুপুরে দারোগা ইউনুছ আসছিলো। তখন ওই মহিলারে চিকিৎসার জন্য ৮হাজার ট্যাকা দিছি। কইছি লাগলে আরও দিমু।‘ তবে ওই নারীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ আলী বলেন, ‘পরশু দিন ওই গৃহকর্মী বাড়ির মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। আমি কয়েকবার গিয়ে বাড়ির মালিককে পাই নাই। সে বাসায় ছিলো না। যদিও ভুক্তভোগী কোন ধর্ষণের অভিযোগ করেননি বলে জানান তিনি।

তবে গতকাল অভিযুক্তের বাড়িতে গিয়ে ভুক্তভোগীকে টাকা দিয়ে মিমাংসার চেষ্টা করেছেন কি না এমন অভিযোগ অস্বীকার করেন। সবশেষ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দুই দিনেও কেন মামলা হয়নি এ বিষয়ে এসআই ইউনুছের সাথে কথা হয়।

তিনি বলেন, ‘আমিতো মামলার এজাহার রেডি করে রাইখা আসছি। ওসি স্যার বলছে, আগে ধইরা নিয়া আসো। দেলোয়ার আর তার বউরে ধরতে বের হইছি ভাই।’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ‘আমিতো ঘটনা জানি না। এরকম কেউ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে কি না জানা নেই। তবে আমি ব্যবস্থা নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম