নবীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ্র দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, ডাঃ আল-আসিফ আবেদীন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ বজলুর রশিদ, মোঃ আশিক মিয়া, মুহিবুর রহমান হারুন, মোঃ ছাইমুদ্দিন, আব্দুল মোহিত চৌধুরী, জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আশিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, উপজেলা ইসলামি একাডেমির সুপার ভাইজার সোলাইমান খাঁনসহ কর্মকর্তাবৃন্দ। সভায় নবীগঞ্জ শহরের যানজট নিরসনে আলোচনা হয়। শাহনওয়াজ মিলাদ গাজী এমপি তিনি তাঁর বক্তব্যে বলেন আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই সমাজ উন্নয়নে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোঁঠানো। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তারই কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন।