কিশোরগঞ্জের তাড়াইলে যুগ্ম-সচিবেরর উপস্থিতিতে জনসচেতনতামূলক আলোচনাসভা নীরবেই অনুষ্টিত হয়েছে।
জানা গেছে,গতকাল বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেঙ্গল প্ল্যান্টস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামে কাইকনা বিলের পদ্ম সংরক্ষণে জনসচেতনতামুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও যুগ্ম-সচিব সোহেল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো.শামীম আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।
উল্লেখ্য,কিশোরগঞ্জ জেলার একমাত্র পদ্মবিল তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীর গ্রামে অবস্থিত।উক্ত পদ্মবিলটি রক্ষনাবেক্ষণ করা ও সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য স্থানীয় জনগনের জনসচেতনতা বৃদ্ধির জন্য আলোচনাসভা অনুষ্ঠিত হলেও উপজেলায় কোনও প্রচার প্রচারনা না থাকায় এবং স্থানীয় গনমাধ্যমকর্মীদের অবহিত না করায় আলোচনাসভা সমালোচনায় পরিনত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান,আসলে এই অনুষ্টানটি আমাদের না।বেঙ্গল প্ল্যান্টস রিসার্চ এন্ড ডেপেলপমেন্ট আয়োজক।আমরা নির্দেশনা মোতাবেক উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করেছি।একজন যুগ্ম-সচিব ও জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্টিত এই জনসচেতনতামুলক আলোচনাসভা হচ্ছে অথচ সাধারণ জনগনের মাঝে প্রচারনা এবং মিডিয়ার কাউকে কেন জানানো হয়নি এরকম প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন।