সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার তুরাগ নদে ডুবে গেছে। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন।
এরআগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়ার মরাগাঙ সংলগ্ন তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ভোলা দাস (৩৬)। তিনি আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাসের ছেলে। ভোলা স্বর্ণ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন বলেন, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকার যোগে ভোলা দাসসহ দুইজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পরে যায়।
এসময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুইজন বের করতে পারলেও আটকা পড়েন ভোলা। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ভোলার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।