জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা অফিসের জমি দাতা, ইসলামী আন্দোলনের অকৃত্রিম বন্ধু, মাওলানা আব্দুল জলিল রোববার নিলফামারীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। মরহুম মৃত্যু কালে স্ত্রী ১ছেলে ২মেয়ে রেখে গেছেন।
মাওলানাঃ আব্দুল জলিলের ইন্তেকালে শোক জানিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আবদুল হালিম।
কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন,
রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত টীম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার ও এ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আবু তাহের,জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ফিরোজ হায়দার লাভলু,জেলা মজলিসে শুরা সদস্য আদিতমারী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান ও শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন।
শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তায়ালা যেন মরহুমার গুনাহ সমুহ ক্ষমা করে তাকে সর্বোচ্চ জান্নাত দান করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের সবরে যামিল দান করেন।