শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের তেমুহানী এলাকায় সকালে একটি মোটরসাইকেল তল্লাশি করে একজনকে আটক করে। গ্রেফতারকৃত আসামির নাম আহসান হাবিব সে কক্সবাজারের রুমালিয়া ছড়া এলাকার মোঃ হোসাইন এর ছেলে।
এসময় মোটরসাইকেল তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।