সাভারে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত নায়েক বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভার উপজেলার সদর ইউনিয়নের জৈতুন্নেছা কিন্ডার গার্ডেন স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
এসময় আনসার আলীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন মরহুমের মেয়ের জামাই আল মনসুর রবি এবং জামান সহ স্থানীয়রা। এর পরে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে দেওগাঁও কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সেনাবাহিনীর অবসর প্রাপ্ত নায়েক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী দুই স্ত্রী নুরজাহান বেগম ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট এলাকায় কর্নেল ওসমান গনির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। বার্ধক্য ও জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ ২২ দিন সিএমএইচে চিকিৎসার পর গত দুই দিন আগে বাসায় নিয়ে আসলে আজ তার মৃত্যু হয়।