1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক যুগেরও বেশি সময় চিকিৎসকশুন্য ভৈরব রেলওয়ে হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

এক যুগেরও বেশি সময় চিকিৎসকশুন্য ভৈরব রেলওয়ে হাসপাতাল

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮২ বার

পূবাইল থেকে ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বাতশাল থেকে ভৈরব বাজার ও ময়মনসিংহের গৌরীপুরে ভবায়নগর পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে হাসপাতালের আওতাভুক্ত। তবে হাসপাতালটিতে এক যুগেরও বেশি সময় ধরে নেই কোনো চিকিৎসক।

একজন ফার্মাস্টিট অতিরিক্ত দায়িত্বে থাকলেও আসেন সপ্তাহে দুদিন। মেডিসিন কেয়ার দিয়ে চলে বাকি দিনগুলো। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মরত হাজারও কর্মকর্তা-কর্মচারী ও রেল দুর্ঘটনায় আহত রোগীরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব রেলওয়ে চিকিৎসালয়ে একজন চিকিৎসক, একজন ফার্মাস্টিট, একজন মেডিসিন কেয়ার, দুজন ওয়ার্ড অ্যাটেনডেন্ট, একজন ডিসপেনসারি কেয়ার, একজন চৌকিদার থাকার কথা। কিন্তু বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন একজন ফার্মাস্টিট, একজন মেডিসিন কেয়ার, একজন ওয়ার্ড অ্যাটেনডেন্ট, একজন ডিসপেনসারি কেয়ার ও একজন চৌকিদার।

হাসপাতালের ফার্মাস্টিটের রুমে গিয়ে দেখা যায় একজন বসে কিছু লিখছেন। ডাক্তার আছে কি-না তার কাছে জানতে চাইলে বলেন, আমি মজনু মিয়া এখানে মেডিসিন কেয়ার পদে আছি। হাসপাতালে একজন ফার্মাসিস্ট অতিরিক্ত দায়িত্বে আছেন। তবে তিনি এখন নেই। সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার আসেন। তার অনুপস্থিতিতে আগত রোগীদের আমিই সেবা দিয়ে থাকি।

তিনি আরও বলেন, এ হাসপাতালে ১৪ বছরেও বেশি সময় ধরে কোনো চিকিৎসক নেই। নামেমাত্র একজন ফার্মাস্টিট দায়িত্বে আছেন। তিনি থাকেন ময়মনসিংহে। সেখান থেকে মাঝেমধ্যে আসেন তিনি।

রেলওয়ে বিভাগের ট্রলিম্যান পদে কর্মরত বাবুল মিয়া পেট ব্যথা নিয়ে আসেন হাসপাতালে। তিনি বলেন, হাসপাতালে কোনো ডাক্তার নেই। কিন্তু কী করবো উনার (মেডিসিন কেয়ার) কাছ থেকেই ওষুধ নিয়ে যাই। ডাক্তার থাকলে তো সঠিক চিকিৎসা সেবা পেতাম।

রেলওয়ে চিকিৎসালয়ের ওয়ার্ড অ্যাটেনডেন্ট শাহিনা বলেন, শুনেছি এই হাসপাতালের চিকিৎসক নিয়োগ বন্ধ করে দিয়েছে সরকার। একজন ফার্মাসিস্ট আছেন। তিনি মাঝেমধ্য আসেন। কিন্তু আমরা তো প্রতিদিনই হাসপাতালে এসে আমাদের দায়িত্ব পালন করছি। রোগীরা আসলে মেডিসিন কেয়ার মজনু মিয়া তাদের চিকিৎসা সেবা দেন।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব রেলওয়ে চিকিৎসালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা ফার্মাস্টিট মো.কামরুজ্জামান বলেন, ১৪ বছরের বেশি সময় ধরে এ হাসপাতালে চিকিৎসক নেই। চিকিৎসক ছাড়াই আগত রেলওয়ে কর্মচারীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আমার মূল দায়িত্ব ময়মনসিংহের চিকিৎসালয়ে। সেখান থেকে ভৈরব হাসপাতালের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এত দূর থেকে তো এসে রোগী দেখা সম্ভব নয়। তবুও আমি সপ্তাহে দুদিন হাসপাতালে একাই রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। প্রতিদিন ২৫-৩০ রোগী সেবা নিতে আসেন।

তিনি আরও বলেন, জরুরি ক্ষেত্রে হাসপাতালের মেডিসিন কেয়ার পদে যিনি আছেন তিনি প্রাথমিক চিকিৎসা দেন। যদি গুরুতর কোনো রোগী আসলে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স বা ঢাকা হাসপাতালে পাঠিয়ে দেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম