সারাদেশের কর্মসূচি অংশ হিসেবে করোনার কোভিড ৯টিন ভ্যাকসিন কার্যক্রমের টিকা প্রদানের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের ডোজ সম্পন্ন করেছেন গাজীপুর সিটি’র ১নং ওয়ার্ড।
বৃহস্পতিবার(৭সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। সারাদেশের সব জেলায় শুরুর অংশ হিসেবে করোনা ভাইরাসের তিনদিন ব্যাপি টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ধাপের আজ তৃতীয় দিন ৷
গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের ৭৩ণং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটনের তত্বাবধানে তার উপস্হিতিতেই ১নং ওয়ার্ডের সচিব আফরোজা খানম সোমা’র তদারকিতে ‘প্রধান স্বেচ্ছাসেবক ফরহাদ হোসেন ফরিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন,লাইচ ইসলাম, মাসুদ পারভেজ, সাগর আলী,ইসমামুল হক,রাশিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, শেখ রিমন,শাহিন আলম, রিদয় সরকার উজ্জ্বল, রহমতুল্লাহ, আবুল হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন, মাসুদ রানা শাওন, আরাফাত বিন হোসেন, তান্জিলা আক্তার রিমু,শরিফা,সুমি আক্তার, নাদিম হোসেন, তানিয়া আক্তার,শিলা শারমিন, রুকন হোসেন।
আনসার টিডিপির সদস্যদের মর্ধ্যে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন, প্লাটুন কমান্ডার মোছাঃ নুসরাত জাহান শিউলী, নূরে আলম,মোঃ আবু ইউসুফ, দেবাশীষ।
ভেক্সিনেটর হিসেবে ছিলেন,গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য সহকারী আবু বক্কর সিদ্দিকী ঢালি (পুরুষ) ও গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী আজমিনা খাতুন (মহিলা)। দ্বিতীয় ধাপের তৃতীয় ডোজে সকাল ৯টা থেকে দুপুর সারে ১২টা পর্যন্ত ১৪০জন নারী এবং ১৬৮ পুরুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে। মোট ৩৪০জনের মর্ধ্যে ৩০৮ জনের টিকা প্রদান সম্পন্ন হয়। বাকি ৩২জনকে ফোন দিয়ে ডেকে নেওয়ার চেস্টা চালানো দেখা যায় স্বেচ্ছাসেবকদের।
গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটন দৈনিক ফুলকি’কে বলেন, আমার ওয়ার্ডের ৭৩নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের দ্বিতীয় ধাপের তিনদিন ব্যাপি টিকাদানের আজ তৃতীয় দিনের কর্মসূচিতে ৩০৮জন নারী/পুরুষকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন রেজিষ্ট্রেশনের মার্ধ্যমে অসংখ্য ভোটার টিকা গ্রহন করেছেন।