গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে সামনে যুবলীগ নেতা নাহিদ মোড়ল এর নেতৃত্বে এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
জানা যায়, গতকাল সোস্যাল মিলিয়া মেয়র এর কন্ঠের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। তিনি ঐ রেকর্ড এ শেখ মজিবুর রহমান এর বিরুদ্ধে কথা বলেছেন। এছাড়া সাবেক টংগী পৌরসভার মেয়র ও গাজীপুর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আজমত উল্লা খান কে অপমান করে বলেন আজমত উল্লা এখন কর্মি। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর বিরুদ্ধে ও কথা বলেন।
সর্বশেষে তিনি অডিও রেকর্ড এ একজন ঠিকাদার কে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কথা বলেন।
বিষয়টি ভাইরাল হওয়ার পর গাজীপুরে আওয়ামীলীগ পরিবারে ঝল্পনা,কল্পনা ও গুঞ্জন শুরু হয়ে যায়।
এবিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম কে মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কস্ট হবে বলে ধারণা করছেন দলীয় নেতাকর্মীরা।