সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে আরুপা আক্তার নামের (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু আরুপা আক্তার ওই গ্রামের বাসিন্দা ও ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আমিরুল ইসলামের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করতে বের হয়। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনেরা খোঁজাখুঁজি করে ওইদিন সকাল ৯টার দিকে ওই ডোবা থেকে উদ্ধার করেন তার স্বজনেরা। পরে অচেতন অবস্থায় তাকে তুলে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।