নরসিংদী শহরের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বাগদী বালুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব হোসেন আলী নির্বাচিত হন। ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ সভাপতি একরামুল ইসলাম, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাএলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টু, শহর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকট আসাদ আলী শহর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার সাহা সহ আরো অনেকে। প্রাণবন্ত সম্মেলনের মাধ্যমে ৯ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব হোসেন আলী কয়েক হাজার নেতাকর্মি নিয়ে উপস্থিত হয়। মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো এলাকা