আলোচনাসভা, কেককাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বাংলাদেশর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শ্রীকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রীকোল ইউনিয়ন সন্তান কমান্ডের আহবায়ক মোঃ সাওয়াওয়াত হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুুর উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ খন্দকার আবু আনসার নাজাত আশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্টি শিক্ষাবিদ মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত্যুন্জয় কুমার ঘোষ।
উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজার পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ হালিম জোর্য়াদ্দার, শ্রীপুর ইউনিয়ন মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মোঃ জুয়েলরানা,শ্রীকোল ইউনিয়ন মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মোঃ নান্নু মোল্লা,সদস্য আলী রেজা লিটন, সদস্য নিলু মিয়া, সদস্য কামরুল ইসলাম, সদস্য ইমরুল ইসলাম ইমনসহ আরো অনেকে।
আলোচনা সভা ও কেককাটা শেষে বিশিষ্ট ইসলামি চিন্তা মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী পরিচালনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।