মাগুরায় অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে হতদরিদ্র বয়স্কদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বেতের ছড়ি বিতরণ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে মাগুরা শ্রীপুরের এম ওহাব মার্কেটের আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা হাজী সাহীদুর রহমান সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা শাহীদুর রহমান (রাজা),বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন (ধনু), বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সর্দার, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিনসহ অন্যরা।
আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান শেষে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হতদরিদ্রদের হাতে ১টা উন্নতমানের বেতের ছড়ি, ১প্যাকেট রান্না করা খাবার, ও যাতায়াত বাবদ সম্মানীর প্যাকেট তুলে দেন আয়োজক কমিটির লোকেরা।