মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদসহ বেশ কয়েকটি উন্মুক্ত জলাশয়ে গতকাল মাছের পেনা অবমুক্ত করা হয়েছে। দুপুরে কুমার নদের মুজদিয়া গ্রামের কবি কাদের নেওয়াজের বাড়ীর পাশের ঘাটে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা -উল- জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইমাম জাফর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবদুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ আরো অনেকে। শ্রীপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ আবদুর রাজ্জাক জানান, চলতি বছরের শেষ মাছের পোনা অবমুক্ত করা হলো। উপজেলার কুমার নদ, হরিন্দী আশ্রয়ন প্রকল্পের দিঘি, গোয়ালদহ বাওর, বরিশাটের গুচ্ছ গ্রামের দিঘি ও মহেশপুর বাওরের উন্মুক্ত জলাশয়ে ৩ শ’ ৫৭ কেজি বিভিন্ন জাতের মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে।