মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩শত জন হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ২হাজার ৫শত টাকা হারে সর্বমোট সাড়ে ৭লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের উদ্যোগে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়। মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বিমলেন্দু শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজ শিকদার ও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শিকদার কামাল হোসেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট কমিটির অন্যতম সদস্য খোন্দকার আবু আনছার নাজাত আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা,মাগুরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের জুনিয়র ইউনিট পরিচালক তাসলিমা খাতুন ও মাগুরা জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক রানা আমীর ওসমান।
আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাছাইকৃত ৩শত জন হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে ২হাজার ৫শত টাকা হারে সর্বমোট সাড়ে ৭ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।