1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাঝরাতে দিনমজুর যুবকের চেষ্টায় ধামরাইয়ে বেঁচে গেলো এতিমদের চাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

মাঝরাতে দিনমজুর যুবকের চেষ্টায় ধামরাইয়ে বেঁচে গেলো এতিমদের চাল

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার

ঢাকা জেলা সাভারের ধামরাইয়ে মাঝরাতে বিষন্ন মনে হাঁটতে বেরিয়েছিলেন দিনমজুর যুবক দেলোয়ার হোসেন (২৬)।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইমলাম মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।
সেখানে গিয়েই সন্দেহজনক দুই যুবককে দেখতে পেয়ে লুকিয়ে পড়েন দেলোয়ার ।

তিনি দেখতে পাচ্ছেন মাদরাসার এতিমদের জন্য গোডাউনে রাখা খাদ্যসামগ্রী থেকে দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছে তারা। তৎক্ষনাৎ নিজের টর্চ লাইটের আলো জ্বালিয়ে একাই ধাওয়া করেন তাদের পিছনে । তখনই চাল ফেলে পালান চোরেরা। এতেই চুরির হাত থেকে বেঁচে যায় এতিমদের খাবার চাল ।

বিশ্বস্ত সুত্রেঃ জানা যায়, যুবক দেলোয়ার হোসেন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের বাসিন্দা। সে দৈনিক ভিত্তিতে এলাকায় মজুরের কাজ করে জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টায় থাকে ।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মাদ্রাসাটিতে প্রায় অর্ধ সহস্র শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনা ও খাবার সরবরাহ করা হয়। ওই খাবারের জন্য খাদ্যসামগ্রী রাখা হয় মাদ্রাসার একটি কক্ষে। সেই কক্ষের দরজার খিল ভেঙ্গে ঘরে ঢুকে দুই বস্তা চাল সরিষার তৈল নিয়ে পালাচ্ছিলেন। পরে দেলোয়ারের তাড়া খেয়ে চাল ও তৈল ফেলে পালিয়ে যায় তারা।

দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের দিকে বাড়ির সামনের সড়কে হাঁটা হাটি করছিলাম। হঠাৎ দেখি মাদ্রাসার ভেতরে দুইটা ছেলে ঢুকছে। পরে আমি পাশ দিয়ে নেমে দেখতে থাকি তারা কি করে। একপর্যায়ে দেখতে পাই তারা ওই গোডাউনের দরজার খিল ভেঙ্গে ঘরে ঢুকে দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছে। তখন আমি আমার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওদেরকে ধাওয়া দিলে তারা চাল ফেলে চলে যায়।

এদিকে দেলোয়ারের এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক আব্দুল হামিদ। তিনি বলেন, আমিতো ছিলাম না। পরে আমাকে ডেকে আনা হয়। এসে শুনতে পাই চোরেরা দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছিলো। পরে দেলোয়ার এসে তাদেরকে ধাওয়া দিলে চোরেরা চাল ফেলে পালায়।

তিনি আরও বলেন, ‘এই মাদ্রাসাটিতে এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে খাওয়ানো ও পড়ানো হয়। এখানে যে খরচ হয় সেটার সংকুলান নানা জনের সহযোগিতা থেকে করে থাকি। এখান থেকে একটা কিছু খোঁয়া যাওয়া মানে এতীমদের পেটে লাথির সমান। তাদেরকে আরো বিপাকে ফেলার সমান। ফলে চুরি যাওয়া থেকে চাল রক্ষা করে দেলোয়ার হোসেন অনেক এতিমের খাবার রক্ষা করলেন।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই তবে উদ্ধারের বিষয়টি নিশ্চয়ই প্রশংসনীয়। আর চুরির বিষয়ে কোন লিখিত অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম