সম্প্রতি শুটিং শেষ হলো ‘কাটিং টু ফিটিং’ নামে একটি নাটকের। ‘অপি আশরাফ’ এর গল্প ভাবনায়, নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান। এটি নির্মাণ করেন আনিসুর রহমান রাজীব। নাটকটি প্রসঙ্গে নির্মাতা আনিসুর রহমান রাজী’ বলেন ‘কাটিং টু ফিটিং’ নাটকের গল্পটি পাশাপাশি দুইটি টেইলার্স দোকান কেন্দ্র করে। কমেডি ধাঁচের এই গল্পে অভিনেতা মিশু সাব্বির কে একজন কাটিং মাস্টার চরিত্রে দেখা যাবে। নাটকটি কমেডি ধাঁচের হলেও দর্শকের জন্য একটি সামাজিক মেসেজ রয়েছে। যা বর্তমান সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি দর্শক নাটকটি উপভোগ করবেন।
নাটকটিতে অভিনেতা মিশু সাব্বিরকে দেখা যাবে টেইলার মাস্টার চরিত্রে। মিশু সাব্বির ছাড়াও এতে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, আনোয়ার হোসেন, পারভেজ, সামান্তা সহ অনেকেই।