প্রফিট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায় ডিজিটাল বাংলাদেশ সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে সেমিনারের গুরুত্ব আরোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মোঃ আব্দুস সাত্তার সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি , কালীগঞ্জের সহকারী প্রোগ্রামার মোঃ মোস্তফা চৌধুরী, পিএফ এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ, কম্পিউটার প্রশিক্ষণার্থী মোহাম্মদ স্বাধীন ইসলাম ও ফারজানা আফরোজ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এর সেমিনারে প্রধান অতিথি হিসেবে আব্দুস সাত্তার সরকার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য, কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সাথে ব্যবহারিক বিষয় প্রদর্শন ও গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের উদ্যোক্তা সৃষ্টি হওয়ার লক্ষ্যে আহ্বান জানান । প্রফিট ফাউন্ডেশন এর এই ধরনের কার্যক্রম সমাজে শিক্ষিত নারী-পুরুষের কর্মসংস্থানের ইতিবাচক ভূমিকা প্রশংসনীয় দাবিদার হিসেবে মনে করি। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সকল সদস্য স্কুল-কলেজের শিক্ষক ,বিভিন্ন স্কুল কলেজের ছাত্র – ছাত্রী, কম্পিউটার প্রশিক্ষণার্থী, ইমাম প্রমুখ।