শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে সকাল ১০ ঘটিকায় সময় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলায় মদাতী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে সেমিনার ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান। সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলার আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার, মোঃ মোস্তফা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও কালীগঞ্জ উপজেলা যুবলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ চয়ন, চামটাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। সেমিনারে ইউনিয়ন পরিষদ সদস্য, স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী, বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।