1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেষ মুহূর্ত চলছে পরিচ্ছন্নতা, শ্রেণিকক্ষ সাজানো হয়েছে বেলুন দিয়ে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে জুলাই বিপ্লবে নিহত সুলতানের পরিবার পেল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার রাউজানে বিএনপি দু”গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়ায়  গুলিবিদ্ধসহ আহত ১৩, পাঁচটি মোটরসাইকেলে আগুন, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শ্রীপুর পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত! তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ ঠাকুরগাঁওয়ে এলাকাবাসীর সন্তোষ প্রকাশ দীর্ঘ প্রায় ৫০ পর মাস্টার ড্রেনের কাজ শুরু তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ লাকসামে কর্মহীন-হতদরিদ্র দুইশ’ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ  মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট এর উদ্দ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারে তারেক রহমানের উপহার হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শেষ মুহূর্ত চলছে পরিচ্ছন্নতা, শ্রেণিকক্ষ সাজানো হয়েছে বেলুন দিয়ে

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ বার

করোনাভাইরাস সংক্রামণের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে সারাদেশের সরকারি-বেসরকারি সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের তরফ থেকে ঘোষণা দেয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
সেই নির্দেশনা নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার শেষ মুহুর্তের প্রস্তুতি।
কুমিল্লার লাকসামে চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার শেষ মুহুর্তের প্রস্তুতি। পাঠদানের পরিবেশ ফেরাতে প্রস্তুত এখন উপজেলার সকল বিদ্যালয়।স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে, এ জন্য তাদের মধ্যে বইছে খুশির আমেজ।অবশ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানেই মাস্ক পরা বাধ্যতামূলক করলেন স্কুল কর্তৃপক্ষ।
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি ঘোষণার পর লাকসাম উপজেলা বেশীরভাগ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ, মাদ্রাসা প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষার পরিবেশ ফেরাতে এসব প্রতিষ্ঠানে চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো পিছিয়ে নেই প্রতিযোগিতায়। এমন প্রস্তুতিতে বসে নেই কেউ।
স্কুল খোলার প্রস্তুতির অংশ হিসাবে শেষ মুহূর্তে শনিবার দেখা যায়,মুদাফরগঞ্জ আ.ন.উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা করে প্রতিটি শ্রেণি কক্ষে সাজানো হয়েছে বেলুন দিয়ে।
মুদাফরগঞ্জ আ.ন.উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষাক উত্তম কুমার জানান, মাধ্যমিক শাখার স্কুল খোলার প্রস্তুতির অংশ হিসাবে ছিলো ছাত্রছাত্রীদের হাত ধোয়ার জন্য প্রায় ৪০ টি পানির ট্যাপ , তাপমাত্রা মাপার যন্ত্র, সকল ছাত্রছাত্রীদের জন্য মাস্ক এর ব্যবস্থা, প্রতিটি শ্রেণি কক্ষ, মাঠ ও স্কুলের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ এবং ছাত্রছাত্রীদের স্কুলে বরন করে নেওয়ার জন্য ফুলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিটি শ্রেণি কক্ষে সাজানো হয়েছে বেলুন দিয়ে।
এসএসসি পরীক্ষার্থী ফাহিদা আক্তার বলেন,বহুদিন পর স্কুলে যাবো এবং সহপাঠী দের সাথে দেখা হবে।এতে করে আমরা খুশি।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দেড় বছরের বেশী সময়ের জমে থাকা ময়লা আবর্জনা সরিয়ে পাঠদানের শ্রেণিকক্ষে পাঠদানের চুড়ান্ত প্রস্ততি শেষ হয়েছে। আগামীকাল রোববার শিক্ষার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে।
লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল বলেন,
সরকারী নির্দেশনা মোতাবেক স্কুল খোলার প্রস্তুতির অংশ হিসাবে শেষ মুহূর্তে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্ব্যাস্থবিধি মেনে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে আগামী কাল ক্লাস শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম