শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও আটপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পূনার্ঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বেলা সারে ১১ টায় উপজেলার ভাগ্যকুল মুক্তিযোদ্ধা সংসদ মাঠে ভাগ্যকুল ইউনিয়ন কমিটি ও বিকাল সারে ৪ টায় আটপাড়া ইউনিয়ন কমিটি শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমপ্লেক্স ভবনে গঠন করা হয়। শ্রীনগর উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব রায়হান এর সঞ্চালনায় শ্রীনগর উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মীর হেরেজাবিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইউনিট সভাপতি জালাল উদ্দিন রাজন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, আরাফাত হাওলাদার, শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।