শ্রীনগরে উপজেলার কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি খালের জায়গা দখল করে মাটি ভরাটের ফলে একটি সেতুর গাইডওয়াল ধসে পরেছে বলে অভিযোগ উঠেছে। আর গাইডওয়াল ভেঙ্গে পড়ায় হুমকিতে রয়েছে ওই সেতুটি। সরেজমিনে জানাযায়, উপজেলার ব্রাম্মন পাইকসা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে হাজী হারুন-উর-রশিদ কৌশলে নিজের জায়গার সাথে খালের জায়গা ভরাটের চেষ্টা করলেও পারছিলনা। পরবর্তিতে ভরাটের দায়িত্ব নেয় কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন। স্থানীয় প্রভাবশালী যুবলীগ এ নেতা রাতের আধারে ড্রামট্রাকে করে বালু এনে খালের জায়গাসহ সেতুর এ্যাপ্রোচ ও গাইডওয়াল ভরাট শুরু করে। আর এ ভাবে ভরাটের কারনে সেতুর এ্যাপোচ থেকে গাইডওয়াল ভেঙ্গে পানিতে পরে যায়। স্থানীয়রা জানায়, সেতুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ পাড়া পাড় হয়ে থাকে। গাইডওয়াল ভেেেঙ্গে পড়ায় সেতুটি ঝুকিতে রয়েছে। যুবলীগ নেতা জাকির হোসেন স্থানীয় প্রভাবশালী হওয়ার কারনে সরকারি খালের জায়গা ভরাট করতে যেয়ে সেতুর গাইডওয়াল ভাঙ্গলেও ভয়ে কেউ মুখ খুলতে শাহস পায়নি। খালের জায়গা ভরাট ও গাইডওয়াল ভাঙ্গা বিষয়ে হাজী হারুন উর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, খালের পাশে আমার জায়গা রয়েছে। আমি জায়গাটি ভরাটের জন্য যুবলীগ নেতা জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছি। সেতুর গাইডওয়াল ভাঙ্গা বিষয়ে জাকির বলতে পারবে। এ বিষয়ে যুবলীগ নেতা জাকির হোসেনের বলেন, গাইডওয়ালটি আগেই ভাঙ্গা ছিল। এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার ভুমি সজিব আহাম্মেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।