আশুলিয়ায় ভয়াভহ আগুনে পুরে গেছে একটি শ্রমিক কলোনীর সাতটি রুম। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন।
৫ আগস্ট রবিবার ভোর রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর স্টান্ডের পশ্চিমে সুবন্দী তালতলা এলাকার সাঈদ মাষ্টারের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শীরা এ প্রতিবেদককে জানায়, ভোর রাতে ওই বাড়িতে একটি রুমে হঠাৎ করে আগুন লাগে এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় আরও ছয়টি রুমে তা ছড়িয়ে পড়ে। এসময় মোট সাতটি রুম পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সুত্রপাতঃ- বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ঘটতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
অপরদিকে আশুলিয়ার ইউনিক এলাকার জেড আর ফ্যাশন নামের একটি পোশাক কারখানা আগুন লেগে পুরে গেছে প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল ।