[২] চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আইয়ুব এর বিরুদ্ধে একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অভিযোগ করেন।
[৩] সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কেরানীহাটে একটি হলরুমে সংবাদ সম্মেলনে করেন আবদুস সালাম। তিনি লিখিত অভিযোগে বলেন, ইউপি সদস্য মো. আইয়ুব বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কথা বলে নগদ ১৬ হাজার টাকা আদায় করে। এরপর বৈদ্যুতিক খুঁিট মেরামতের কথা বলে আবারও টাকা দাবি করে। দাবি টাকা না দেওয়াতে তিনি জনসম্মুখে হেনস্থা করেন এবং এবং পরে টাকা আদায় করে নেয়।
[৪] লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা আবদুস সালাম আরো বলেন, বিদ্যুৎ সংযোগে কোন টাকা প্রয়োজন হয়না জেনে আমি লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান না পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ৮ এ জুন অভিযোগ দায়ের করি। তিনি বিচার কাজ শুরু ও করেছিলেন । কিন্তু বদলী জনিত কারণে ইউএনও চলে যাওয়ার পর আমার কাছ থেকে আদায় করা এবং হেনস্থা করার বিচার আদৌ হয়নি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার ওপর এমন অন্যায় এবং হেনস্থা করার বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই।