চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফৌজদারহাটস্থ উত্তর সলিমপুর সাগরপাড় থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে,দালালদের মাধ্যমে ভাষানচর থেকে একটি নৌকায় উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে দালালরা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের ঘুরাঘুরি করতে দেখে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে খবর দেয়। তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে আটক করে রোহিঙ্গাদের। আটককৃতদের মধ্যে ৮ পুরুষ, ৪ নারী ও ৭ জন শিশু রয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মোস্তাকিম জানান, ২১জন শিশু,মহিলা ও পুরুষ ফৌজদারহাট সাগর উপকুলে এসেছে শুনে আমি সেখানে গিয়ে ১৯ জনকে আটক করি। নৌকায় করে ২১ জন আসলেও সেখান থেকে দুইজন যুবক পালিয়ে যায় এবং ১৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ তাহের(২২), আনোয়ারা বেগম(২৩), মোঃ রহিম(৩), ইয়াছিন তারা(২),মোঃ আজিজ(৩৮),রশিদা বেগম(৩০),মোঃ সোহেল(২),মোঃ আমিন হোসেন(৪৫),হাজেরা(৪০),শফিকা(১৫),আব্দুল খালেক(১০),ওমর ফারুক(৮),সাবিকুল নাহার(৬),নুর সাদিয়া(৩),মোঃ নুর হোসেন (২৫),মোঃনুরুল আমিন(১৮)মোঃ সাদ্দাম(২৮),মোঃমনছুর আলম(২৫) ও আব্দুল হামিদ(৩৫)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত)সুমন বণিক বলেন, আটককৃতদের পুনরায় ভাষানচরের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।