1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আব্বার সাথে জীবনের শেষ দিনের স্মৃতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

আব্বার সাথে জীবনের শেষ দিনের স্মৃতি

মুফতিয়ে আযম আব্দুচ্ছালাম চাটগামীর ইন্তেকাল নিয়ে তৎপুত্র ইসমাঈলের নিবন্ধ

সম্পাদকীয়
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার

আব্বা অন্যান্য দিনের মতোই মঙ্গলবার (৭সেপ্টম্বর) সুস্থ স্বাভাবিক ছিলেন। নাজিরহাট মাদরাসায় সেদিন শূরার বৈঠক ছিলো।
আব্বা ঐ শুরায় অংশ নিয়েছিলেন। সাথে আমি সহ আরো দু’জন সহকারি ছিলো। সেখান থেকে যোহরের পর যখন হাটহাজারিতে ফিরে আসি তখনও আব্বু সুস্থ। মাদরাসায় পৌঁছে আব্বু আছর পর্যন্ত বিশ্রাম নিলেন। বাদ আছর যথারীতি রুমে বসলেন এবং সাক্ষাৎপ্রার্থী ওলামা, তলাবা, ফুযালাদের সাথে কথা বললেন। মাগরিবের পর একটু ক্লান্তি বোধ হলে আধা ঘন্টা শুয়ে থাকলেন। এরপর জামেয়ার কয়েকজন উস্তায এসে আব্বার সাথে দেখা করে গেলেন। তারপর প্রতিদিনের নিয়ম অনুযায়ী খানাপিনা করলেন। রাত ১১ টার দিকে আমাকে ডেকে স্বাভাবিকভাবে কথা বার্তা বললেন। তখনও আমি আব্বার মাঝে মৃত্যুপথ যাত্রী হিসেবে কোনো আলামত দেখতে পাইনি।

অতপর আমাকে বসিয়ে ইস্তেফানামা লিখালেন। সে ইস্তেফানামাতে আব্বাকে সকল যিম্মাদারি থেকে ফারেগ করে শুধুমাত্র ফতোয়া বিভাগের দায়িত্ব দেয়ার জোর দাবি জানালেন এবং আগামিতে যেন তা ব্যতিত অন্য কোন এদারি বা ইহতেমামি (মাদ্রাসার পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি পত্রে) দায়িত্ব দেয়া না হয় তাও লিখলেন। এবং সেটার ১২ টি ফটোকপি করিয়ে খামে ভরলেন। এ ইস্তেফানামার ব্যাপারে আব্বা হয়তো ইস্তেখারা করেছিলেন, কারণ আমরা দেখেছি আব্বা পূর্ব থেকেই ছোটো থেকে বড়ো যেকোন বিষয়ের জন্য ইস্তেখারা করতেন, এমনকি কাকে খেদমতকার হিসেবে রাখবেন, কাকে রাখবেন না’ এ ব্যাপারেও আব্বা ইস্তেখারা করতেন।

ঐ রাতে নিয়মানুসারে তাহাজ্জুদ পডলেন। আব্বার কখনো তাহাজ্জুদ মিস হতো না। প্রতিদিনই নিজে অযু করে তাহাজ্জুদের সালাত এবং যিকির-আযকার আদায় করতেন, এদিনও তার ব্যতিক্রম হলো না বরং অন্যদিনের তুলনায় এদিনের যিকির একটু উচ্চ আওয়াজে হয়েছিলো। আমরা মনে করেছিলাম, আব্বা আমাদের ফজরের সালাতের জন্য ডাকতেছেন, পরে ভালো করে খেয়াল করলে দেখি, তিনি উচ্চস্বরে যিকির করতেছেন! যিকির করতে করতে ফজরের সময় হয়ে গেলে তিনি নামায পড়ে মুনাজাত করলেন।

ফজর ও আসরের পর মুনাজাত ছিলো আব্বার নিয়মিত আমলের অন্যতম। সেদিনের মুনাজাত ছিলো অন্যান্য দিনের চেয়ে বেশি লম্বা। এরপর তাসবিহ তাহলিল ও معمولات يومية (দৈনন্দিন আদায়কৃত দোয়া দরুদ এর আমল) আদায় করলেন। আটটার দিকে সকালের নাস্তা করলেন। নাস্তা খুব সামান্য খেয়েছিলেন, কিন্তু খুব হাসিখুশি ছিলেন। তখনও আমরা তাঁর মাঝে কোনো ব্যথা বা মৃত্যুর কোনো আলামত দেখিনি। নাস্তা শেষে আব্বুর খাদেম মাওলানা হুমায়ুনের মাধ্যমে হযরত মাওলানা ইয়াহয়া সাহেবের কাছে ইস্তেফানামা পৌঁছালেন৷ কিছুক্ষণ পর সে পৌঁছেছে কিনা তা জিজ্ঞেস করেন, তিনি বল্লেন- আমি পৌঁছেয়েছি।’
আব্বা সবসময়ই নাস্তার পর ১/২ ঘন্টা ঘুমান। তাই সেদিনও আমরা তাঁকে শুইয়ে দিলাম।

এর মাঝে জামিয়ার সূরা কর্তৃপক্ষ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন- মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুস সালাম চাটগামী।’ রেজুলেশন শোনানোর জন্য শোয়া দশটার দিকে একজন এসে আমাকে বললো, আব্বাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যে, আমি আব্বার রুমে প্রবেশ করে আব্বার অবস্থা বেগতিক দেখে কয়েকজন উস্তায ও খেদমতকারকে ডাকলাম৷ অতঃপর আব্বাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো৷ চিকিৎসকরা জানালেন, আব্বা আর নেই! ইন্তেকাল করেছেন। انا لله وانا اليه راجعون

আল্লাহ আমার আব্বাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন।
লেখক : ইসমাঈল বিন মুফতি আব্দুস সালাম চাটগামী রহ.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম