গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রোপলিটন এলাকায় অটোরিক্সা ও চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
শুক্রবার(১৭সেপ্টেম্বর) কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ মাহবুবে খোদার নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক দিপংকর রায় ও উপ–পুলিশ পরিদর্শক সাইফুল মুনসীর নেতৃত্বে কাশিমপুর,আশুলিয়া ও ধামরাই থেকে চোর ও ছিনতাইকারীর ৬ সদস্যকে আটক করেন।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগন্জ উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে খাইরুল ইসলাম(২৬)।
লক্ষীপুর জেলা সদরের রতনপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ মাসুদ (২৬)।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নাগরগাছি গ্রামের স্হানীয় বাসিন্দা গোলজার হোসেনের ছেলে মোঃ বাদশা মিয়া।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচা মারা গ্রামের মৃত্যু আব্দুস সালামের ছেলে মোঃ হাবিব(২৮)।
টাংগাইল মির্জাপুর থানার থলপার গ্রামের মৃত্যু আব্দুল কাদেরের ছেলে মোঃ রেজোয়ান মিয়া(৩৫)।
গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাউনিয়া গ্রামের স্হানীয় বাসিন্দা আতাউরের ছেলে মোঃ মিরান মিয়া(২৭)।
এব্যাপারে ওসি মাহবুবে খোদা জানান, বেশ কিছু চোর ও ছিনতাইকারী সদস্য সক্রিয় সদস্যের তথ্য পাই তারই ধারাবাহিকতায় আমরা অভিযানে নামি এবং ৬ জন চোর ও ছিনতাইকারীকে আটক করে আজকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করি, এদের কাছ থেকে ২ টি চোরাই মোটরসাইকেল, ৫ টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।