1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুলনা ল্যাবএইড-এ প্যাথলজি পরীক্ষায় তুঘলকি কাণ্ড! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক!

খুলনা ল্যাবএইড-এ প্যাথলজি পরীক্ষায় তুঘলকি কাণ্ড!

রাশিদুল ইসলাম, খুলনা। ফেসবুক থেকে
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার

খুলনার সোনাডাঙ্গাস্থ মজিদ স্মরণী ল্যাবএইড ডায়াগনষ্টিকে প্যাথোলজি পরীক্ষার রিপোর্ট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।রিপোর্ট নিয়ে একাধিক বার অভিযোগ উঠলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।একই পরীক্ষা অন্য ল্যাবে করলে রিপোর্টে ব্যাপক গরমিল দেখা গেছে।
গত ১৯ আগস্ট মোর্শেদা নাসরিন(৫৩) নামে এক গৃহিণীর থাইরয়েডের টিএসএইচ পরীক্ষার পর ১৯.১৬ ফলাফল হয়। রোগীকে দেখে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ এইচ এম ছাদেকুল ইসলাম ওই রিপোর্ট দেখে রীতিমতো থমকে যান। থাইরয়েডের ওই পরিমান ফলাফল থাকা একজন রোগীর স্বাভাবিক থাকার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।এজন্য তিনি আবারো অন্য জায়গা থেকে একই পরীক্ষাটি করার জন্য পরামর্শ দেন।
মোর্শেদা নাসরিন নামের ওই রোগীকে পরে ২১আগস্ট খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে একই পরীক্ষাটি করানো হয়।কিন্তু সেখানে ফলাফল হয় ৫.২১ আসে।মাত্র দু’দিনের ব্যবধানে একটি পরীক্ষার ফলাফলের এমন পার্থক্য দেখার পর রোগীর পরিবারে দেখা দেয় ক্ষোভ।আসলে ওই দু’টি প্রতিষ্ঠান থেকে দু’দিনের ব্যবধানের দু’ধরনের রিপোর্টের কোনটি সঠিক তা’ নিয়েও প্রশ্ন উঠেছে। চিকিৎসকরা বলছেন, প্রথম রিপোর্টের আলোকে রোগীকে ওষুধ দেয়া হলে অবস্থা হিতে বিপরীত হতে পারতো। এ অবস্থায় রোগীর পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ডায়াগনষ্টিক সেন্টারে যোগাযোগ করলে তারা ক্ষমা প্রার্থনা করেন ও বলেন আপনাদের পরিবারের সকল চিকিৎসা বিনামূল্যে ল্যাব এইড কতৃপক্ষ বহন করবে।এ নিয়ে আর কিছু না করার জন্য অনুরোধ করেন।তবে তাদের রিপোর্টটি সঠিক আছে বলে দাবি করেন।এমনকি ওই রক্ত নগরীর আরও একটি হাসপাতাল থেকে পরীক্ষা করেও প্রায় একই ফলাফল পাওয়া যায় বলে তাদের রিপোর্টকে সঠিক বলে দাবি করেন।অর্থাৎ একদিকে রোগীর পরিবারের কাছে ক্ষমা চাওয়া অন্যদিকে নিজেদের ল্যাবের রিপোর্টকে সঠিক দাবি করার বিষয়টি নিয়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যেও প্রশ্ন দেখা দেয়।
ল্যাবএইড ডায়াগনষ্টিকের ম্যানেজার জাকারিয়া বলেন,‘এ ব্যাপারে রোগীর লোকদের সাথে কথা হয়েছে। যা বোঝানোর তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে।আমাদের রিপোর্ট ঠিক আছে।অন্য একটি হাসপাতাল থেকেও ওই রক্তের পরীক্ষা করা হয়েছে।সেখানেও প্রায় একই রেজাল্ট এসেছে।’একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন,’রোগীর পরিবারের কাছে আমার দুঃখ প্রকাশ করেছি,তাদের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।এ নিয়ে আপনাদের এত কেন।ʼ#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম