“বন্যপ্রাণী অপরাধের তথ্যদিন-অপরাধ দমনে অংশ নিন”, “আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে” এই শ্লোগানসহ নানাবিধ শ্লোগান নিয়ে ঝিনাইদহের রামনগর গ্রামের মাঝপাড়া আমিনুর স্টোরের সামনে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সেচ্ছাসেবী সংগঠন এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার যৌথ আয়োজনে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
এসো দেশ-গড়ি জহির রায়হান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেস্টার মোঃ হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণ কমিটির মাগুরা জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ঝিনাইদহ শিশুকুন্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন।
এসো দেশ গড়ি’র জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা হাসানুর রহমান এজাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা বিলাল হুসাইনও তপু রায়হান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইবুনাল ঝিনাইদহের অফিস সহকারী মোঃশাহীনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হারুন জোয়ার্দার, বজলুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, ওলামায়েকেরামগণ, সমাজসেবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।