সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে
করোনা পরবর্তী শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চলমান রয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিন নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার পর ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন।
মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনের পর একপর্যায়ে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, করোনায় সরাসরি পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে পরীক্ষার্থী শিক্ষার্থীদের হাতের লেখায় বেশি গুরুত্ব দিতে হবে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল ও অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্মত উপস্থিতির উপর তিনি সন্তোষ প্রকাশ করেন।