“বন্যপ্রাণী অপরাধের তথ্যদিন-অপরাধ দমনে অংশ নিন”, “আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে” এই শ্লোগানসহ নানাবিধ শ্লোগান নিয়ে মাগুরা শ্রীপুরের এম ওহাব মার্কেটের আলোকিত প্রাইভেট স্কুলের সম্মেলন কক্ষে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪আগষ্ট শনিবার বেলা ১১টার দিকে বন্যপ্রাণী অপরাধ দমন ঢাকা ইউনিট ও জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ মাগুরা জেলা কমিটির যৌথ আয়োজনে ওবং আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার সহযোগিতায় এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষন কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি মোঃসাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেস্টার মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, ওয়েব ফাউন্ডেশন রেসপ্স প্রকল্পের সমন্বয়ক ওসমান গনি, ডাঃ সব্যসাচী বিশ্বাস তূর্জ।
জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এ সময অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মহাসিন মোল্লা, লেনিন জাফর, জিল্লুর রহমান সাগর, আব্দুর রশিদ মোল্লা, যুব নেতা খালিদ হাসান মিঠুসহ অন্যরা।