প্রাথমিক বিদ্যালয়ে শিশুর শতভাগ ভর্তি নিশ্চিত করা, শিশুর মানসিক বিকাশ, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চ শিক্ষা এবং শিশু বান্ধব শিক্ষা গ্রহনের পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার মান বৃদ্ধি করতে দুই প্রকল্পের মাধমে পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬ টি দৃষ্টিনন্দন ভবন নির্মান করা হয়েছে।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক জাতীয়করন সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (ঘইওউএচঝ) প্রকল্পের আওতায় ৫ টি এবং চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করন সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (ঘইওউঘঘএচঝ) প্রকল্পের আওতায় ১১ টি দৃষ্টিনন্দন ভবন ১৮৮৭.৯১৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে।
উপজেলার এ ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
দৃষ্টিনন্দন এ ভবনগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, সিল্ড্রেন’স প্লে কর্ণার, দেয়াল সাজসজ্জাকরন সহ নানা উপকরন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, উন্নত পরিবেশে শিক্ষাদানের বিষয় বিবেচনায় রেখে বিদ্যালয়ের ভবন আধুনিক ডিজাইনে দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মানের ফলে শিশুরা বিদ্যালয়মুখী হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিত হারও বৃদ্ধি পাবে।