1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রেলওয়ের জমি লিজ নিয়ে নাটকীয়তা লাইসেন্স ফি দেয়ার পরেও প্রাপ্তি রশিদ দিতে বছরের পর বছর হয়রানী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা

লালমনিরহাটে রেলওয়ের জমি লিজ নিয়ে নাটকীয়তা লাইসেন্স ফি দেয়ার পরেও প্রাপ্তি রশিদ দিতে বছরের পর বছর হয়রানী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ের জমি লিজ নিয়ে নাটকীয়তা লাইসেন্স ফি জমা দেয়ার পর প্রাপ্তি রশিদ দিতে বছরের পর বছর হয়রানীর স্বীকার দেখার যেন কেউ নেই।
লিখিত অভিযোগ ও মামলার বিবরন সূএে জানা গেছে, লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব তিনি নিজেই রেলওয়ের নীতিমালা ভঙ্গ করে একই জমি ২ জন ব্যবসায়ীকে লিজ দিয়ে নাটকীয়তার সৃষ্টি করেছেন। এতে করে প্রায় ২৫ বছরের প্রকূত লিজ গ্রহীতা শরিফ মোঃ আতাউল্লা সরকার বছরের পর হয়রানী হচ্ছেন। বিষয় টি নিয়ে অপর ব্যবসায়ী আবুল কাশেম কথিত লিজ গ্রহীতার বিরুদ্ধে লালমনিরহাট এর একটি আদালতে ২০১৪ সালে নরসিংদী এন্টারপ্রাইজ এর মালিক শরিফ মামলা দায়ের করেন। মামলা টি আদালত প্রথমে অস্হায়ী নিষেধাজ্ঞা দেয়ার পর স্হায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই কর্মকর্তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একের এক ব্যবসা – প্রতিষ্ঠান উচ্ছেদ এর নোটিশ জারি অব্যহত রেখেছেন। যার নং৫৪,০১,৫২৫৫,৩৯৩,০৩,০০১,১৮-৬২৩।অপরদিকে ব্যবসায়ী শরিফ গত ২৮/১০/২০ ইং তারিখ ওই কর্মকর্তা বরাবরে লিখিত আবেদনে জানান, গত ১/৭/২০১৯ ইং হতে ৩০/৬/২০২০ইং অর্থ বছরের ল্যান্ড/লাল/বাণি/সিপি/সদর প্লট নং ঘ/৩৭/৩৮/ও,ঘ/১৩৭,৩৮/৩৯,৪০/৩৫,৩৬ মোট ১৫০০ বর্গফুটের খাজনা বাবদ পে-অর্ডার উত্তরা ব্যাংক লালমনিরহাট শাখায় গত ৩০ শে জুন ২০১৯ ইং ইস্যুকৃত যাহার নং P. O.UBL-9414776, 9414777 ও 9414778, যথাক্তমে খাজনা ২২৫০০,ভ্যাট ৩৩৭৫, উৎসকর ১১২৫ টাকা এবং ল্যান্ড/লাল/বাণি/সিপি/সদর প্লট নং ঘ/২,৭৫০ বগফুটের খাজনা বাবদ পে-অর্ডার উত্তরা ব্যাংক লালমনিরহাট শাখায় ৩০ জুন ২০১৯ইং ইস্যুকৃত যাহার নং P.O.UBL-9414782, 9414783 ও 9414784, যথাক্তমে খাজনা ১১২৫০, ভ্যাট ১৬৮৮, উৎসকর ৫৬৩ টাকা এবং গত ১/৭/২০২০ইং হতে আগামী ৩০/৬/২০২১ইং অথ বছরের ল্যান্ড/লাল/বাণি/সিপি/সদর প্লট নং ঘ/৩৭/৩৮ও ঘ/১৩৭৩৮/৩৯,৪০/৩৫,৩৬ মোট ১৫০০ বগফুটের খাজনা বাবদ পে-অর্ডার উত্তরা ব্যাংক লালমনিরহাট শাখায় ২৮ শে জুন ২০২০ইং ইস্যুকৃত যাহার নং P.O.UBL-0029422,00294423 ও 0029424 যথাক্তমে খাজনা ২২৫০০,ভ্যাট ৩৩৭৫, উৎসকর ১১২৫ টাকা ল্যান্ড/লাল/বাণি/সিপি/সদর প্লট নং ঘ /২,৭৫০ বগফুটের খাজনা বাবদ পে-অর্ডার উত্তরা ব্যাংক লালমনিরহাট শাখায় ইস্যুকৃত ২৮ শে জুন ২০২০ইং যাহার নংP.O.UBL-0029425,00294426 ও 0029427 যথাক্তমে খাজনা ১১৫০, ভ্যাট ১৬৮৮ উৎসকর ৫৬৩ টাকা সকল পে-অর্ডার গুলো রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব এর দপ্তরে জমা দেয়ার পর জ/১রশিদ প্রাপ্তির জন্য লিখিত আবেদন দেয়া হলে তিনি আবেদন টি রিসিভ করলেও অদ্যবধি ওই রশিদ সরবরাহ না করে ব্যবসায়ী শরিফ কে মাসের পর মাস রশিদ প্রদানের নামে হয়রানী করে আসছেন। ওই কর্মকর্তা অনিয়ম ও দুনীতির আশ্রয় নিয়ে লালমনিরহাট শহরের বিভিন্ন ব্যবসায়ীকে হয়রানী করছেন। তিনি কথিত লিজ গ্রহীতা আবুল কাশেম এর সাথে যোগসাজশ করে উৎকোচের বিনিময়ে একই জায়গা লিজ দেয়ার ঘটনায় ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। একজন ব্যবসায়ী নেতা জানান, এমন হয়রানী বন্ধ না হলে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিবেন। শরিফের দেয়া বিভিন্ন ডকুমেন্টস অফিসের ফাইলে রাখা সব গায়েব হয়েছে বলে তিনি জানান, তবে কি ভাবে গায়েব হলো তা জানেন না তিনি। ফাইল গায়েবের অভিযোগ একাধিক জমি লিজ গ্রহীতার। তিনি লালমনিরহাটে যোগদানের পর থেকে অনিয়ম দুনীতি যেন নিয়মে পরিনত হয়েছে। ভোক্ত ভোগীরা হয়রানী থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম