মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদেও নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার ১০টার সময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীনগরের ১৪ টি ইউনিয়ন বাড়ৈখালী, হাসাড়া,বীরতারা,ষোলঘর,শ্রীনগর,শ্যামসিদ্ধি,বাঘড়া,ভাগ্যকুল,রাঢ়ীখাল,কোলাপাড়া,পাটাভোগ,আটপাড়া,তন্তর,কুকুটিয়ায় দ্বিতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতেহবে সর্বশেষ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের হবে ২১-২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।