তরুণ অভিনয়শিল্পী ফরহাদ হোসেনের প্রথম চলচ্চিত্র ‘চরিত্র’ গত ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সসর বোর্ডের সনদ পত্র পেয়েছে। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন মো. দ্বীন ইসলাম। সেই সাথে ছবিটির পরিচালকও তিনি। ডি.এন.বাংলার প্রযোজনায় ‘চরিত্র’ চলচ্চিত্রটি আগামী অক্টোবর ২০২১ এ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফরহাদ হোসেন ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও এটি তার প্রথম চলচ্চিত্র। নাট্যকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে শোবিজে নিজের জায়গা করে নিচ্ছেন তার অভিনয় দিয়ে। থিয়েটার এবং টিভি নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এবার বড় পর্দার অপেক্ষায় আছেন নবীন প্রতিভাবান এই শিল্পী। “চরিত্র’ সিনেমাটি নিয়ে জানতে চাইলে বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার জন্য। যে চরিত্রগুলো জীবনের কথা বলে, দেশ মাটি ও মানুষের কথা বলে সে ধরনের চরিত্রের প্রতি আমার ভীষণ দূর্বলতা রয়েছে।
‘চরিত্র’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, বড়দা মিঠু, ফারুক আহমেদ, শম্পা নিজাম, গুলশানা অারা পপি, মিষ্টি মারিয়া সহ প্রমূখ।