গতরাত ১১টা ৩০ মিনিটে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ জুমা জানাজা শেষে ফরিদপুরের গোয়ালচামট তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার এক ছেলে ও তিন মেয়ে।
আবু বক্কর ভাই ছিলেন চারণ কবি। স্বরচিত এক হাজারের বেশী কবিতা তার মুখস্ত ছিল। গানও গাইতেন। আমি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হওয়ার পর মরহুমের সঙ্গে যোগাযোগ নিবীড় হয়। প্রায় দিনই আসতেন। কবিতা আর পুথি গান শোনাতেন। নিজের শারিরিক অসুস্থতার কথা বলতেন। ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। আবার যাবেন বলে জানিয়েছিলেন। সমিতির পক্ষ থেকে তার পাশে দাড়ানোর চেষ্টা করেছিলাম।
অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার সমিতি চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল।
এছাড়াও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিন্ডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেক্রেটারি ড. গাজী সিরাজুল ইসলাম পিএমজেএফ।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের জন্য দোয়া পার্থনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।