1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণধিকৃত ও দূর্নীতিবাজ দল বিএনপিকে এদেশের জনগণ ভোট দিবে না : এনামুল হক শামীম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

গণধিকৃত ও দূর্নীতিবাজ দল বিএনপিকে এদেশের জনগণ ভোট দিবে না : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৮২ বার

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। কিন্তু বিএনপি’র আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নাই। গণধিকৃত ও দূর্নীতিগ্রস্ত দল বিএনপিকে আর এদেশের জনগণ আর বিএনপিকে ভোট দিবে না। কারণ, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের টাকা বিদেশে পাঁচার করেছে, এতিমের টাকা মেরে খেয়েছে, দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। হাওয়া ভবন করেছে। তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ দূর্নীতিতে পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ক্ষমতায় না থাকতে পেরে সারাদেশে জ্বালাও পোড়া করছে, পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে এখন সাজাপ্রাপ্ত আসামী আর তার ছেলে দূর্নীতিবাজ, বিদেশে অর্থ পাচারকারী তারেক রহমান এখন বিদেশে পলাতক। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে ব্যস্ত। তাই গণধিকৃত ও দূর্নীতিবাজ দল বিএনপিকে এদেশের জনগণ ভোট দিবে না।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির কাজই হচ্ছে জনগনকে বিভ্রান্ত করা, দেশ বিরোধী ষড়যন্ত্র করা। এসব করে ক্ষমতায় যাওয়া যায় না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের জনগণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে এদেশের জনগণ বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।

সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনু সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাব্বির মাদবরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, মোজাম্মেল হক মোল্যা, কহিনুর সুলতানা দোলা, নাসির সরদার, যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার প্রমূখ। এসময় সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনামুল হক শামীম বলেন, সাংবিধানিক নিয়ম মেনে নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে অংশগ্রহণ করতে হবে। এছাড়া বিএনপির কোনো পথ নেই। এতোদিন ক্ষমতার বাইরে থেকে তাদের মাথা ঠিক নাই, তারা তাদের নেত্রীর কথা ভুলে গেছেন। খালেদা জিয়া বলেছিলেন, “দেশে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।” এখন আবার তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যা জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম